শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফুলতলায় আইকন কাপ ফুটবল টুর্নামেন্টে মেমোরী লাল দল চ্যাম্পিয়ন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা মেমোরী ক্লাব আয়োজিত ৪ দলীয় আইকন কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় মেমোরী লাল দল চ্যাম্পিয়ন এবং সবুজ দল রানার্স আপ হয়েছে। শুক্রবার বিকালে ডাবুর মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এ খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত ড্র থাকে। পরে টাই ব্রেকারে মেমোরী লাল দল ৫-৩ গোলের ব্যবধানে সবুজ দলকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন মোঃ আজিবর মোল্যা।

পরে শিল্পপতি হুমায়ুন কবির ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সোনালী ব্যাংক ম্যানেজার রুহুল্লা আল মামুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন ও হাফিজুর রহমান মোল্যা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওহিদুর রহমান মিলু, সাইফুল ইসলাম, খেলাফত হোসেন, শামীম শেখ, ওমর ফারুক, কামরুল ইসলাম, শাখাওয়াত হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন