বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় দলের ব্যাটিং কোচের নাম চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের নাম। শ্রীলঙ্কার সামারাবিরা টাইগারদের ব্যাটিং কোচ হবেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। সাকিব-মিরাজদের ব্যাটিং কোচ হচ্ছেন স্টুয়ার্ট ল।

গেল মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। আর এই বিজ্ঞাপনে পেস বোলিং কোচ, ব্যাটিং কোচের সঙ্গে ছিল আরো কিছু পদ। এই ব্যাটিং পদের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে স্টুয়ার্ট ল’র। তার শিষ্যরা সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ জাতীয় দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই অস্ট্রেলিয়ান কোচের। স্টুয়ার্ট ল ছাড়া ব্যাটিং কোচ পদের জন্য আরও আবেদন করেছিলেন তুষার ইমরান। যদিও দেরি হওয়ায় সেই আবেদন গ্রহণ করেনি বিসিবি।

এদিকে, ব্যাটিং কোচের মতো পরিবর্তন এসেছে জাতীয় দলের অধিনায়কেও। সম্প্রতি তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক করা হয়েছে শান্তকে। অন্তত আগামী এক বছর দলকে নেতৃত্ব দেবেন তিনি।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন