সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ : উন্নতি আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক

করোনাকালীন সময় কাটিয়ে এখনও মাঠে ফেরা হয়নি বাংলাদেশ ফুটবল দলের। আগামী নভেম্বর মাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরবে জামাল ভূইয়ারা। তবে দীর্ঘ ৭ মাস আন্তর্জাতিক ফুটবল ম্যাচ না খেলায় ফিফা র‌্যাঙ্কিংয়েও কোন হেরফের হয়নি বাংলাদেশ। সর্বশেষ বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থান ১৮৭ তেই আছে বাংলাদেশ ফুটবল দল।

এদিকে টানা দুই জয় দিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করা ব্রাজিলের র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি। আগের মতোই তিন নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা।

সম্প্রতি হওয়া ২০২২ বিশ্বকাপ বাছাই, উয়েফা নেশন্স লিগ এবং ২০২১ ইউরো বাছাইয়ের প্লে-অফের ম্যাচগুলির পর বৃহস্পতিবার অক্টোবরের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম। পরিবর্তন নেই পরের চারটি স্থানেও। দুই নম্বরে আছে ফ্রান্স। ব্রাজিলের পেছনে থেকে চারে ইংল্যান্ড ও পাঁচে পর্তুগাল।

এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। একুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা আছে আটে। এক ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (সাত) ও ক্রোয়েশিয়া (নবম)। দশম স্থান ধরে রেখেছে কলোম্বিয়া।

বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর একটি জার্মানি আগের মতো চতুর্দশ স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তাদের ঠিক ওপরে আছে ডেনমার্ক। দুই ধাপ পিছিয়েছে নেদারল্যান্ডস, আছে পঞ্চদশ স্থানে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন