বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় প্রীতি ক্রিকেট ম্যাচে ট্রাস্ট ব্যাংক ৭ উইকেটে জয়ী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ট্রাস্ট ব্যাংক সাতক্ষীরা শাখা ৭ উইকেটে ন্যাশনাল ব্যাংককে পরাজিত করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) টসে জিতি ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান সংগ্রহ করে। ট্রাস্ট ব্যাংকের পক্ষে শক্তি প্রসাদ মিত্র এবং আব্দুল্লাহ আল মাহমুদ প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেন।

জবাবে ৮৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ট্রাস্ট ব্যাংক সাতক্ষীরা শাখা মাত্র ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ট্রাস্ট ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন দলের অধিনায়ক ই শ ম রায়হানুল হক।

ট্রাস্ট ব্যাংক, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক এইচ এম শাকিল আহম্মেদ বলেন, পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য এই ধরনের আয়োজন। ভবিষ্যতে আরো বড় পরিসরে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন