শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

শেখ রাসেল শুটিংয়ে ফের ব্রোঞ্জ জিতলেন আব্দুল্লাহ হেল বাকি

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়া শুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৯ অক্টোবর) দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতলেন আবদুল¬াহ হেল বাকি। আসরে অংশ নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বাকি স্কোর করেছেন ৫৯৫।

তবে ইন্দোনেশিয়ার দুই শুটার যাথাক্রমে রুপা ও সোনা পদক জিতেছেন। সোনাজয়ী বোলো প্রিয়ান্তো করেছেন ৬০০ স্কোর। আর রুপাজয়ী ইউসুফ এসেমার স্কোর ৫৯৮। এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ার ২১ শুটার অংশ নেন।
এর আগে গত রবিবার শেখ রাসেল আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকি ৬১৭.৩ স্কোর করে প্রথম ব্রোঞ্জ জেতেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন