বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

সেমিফাইনালে খেলতে আজ আফগানিস্তানের সামনে যে সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় দল হিসেবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে প্রোটিয়ারা। তাই আজকের ম্যাচটি তাদের জন্য কেবলই নিয়মরক্ষার। তবে আফগানিস্তানের জন্য সেমিফাইনালের স্বপ্ন বাস্তবায়নের মিশন।

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ৪২তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। খেলাটি সরাসরি দেখা যাবে গাজি টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ এ।

ইতোমধ্যে বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। বাকী একটি জায়গার জন্য লড়াই করছে নিউজিল্যান্ড-পাকিস্তান ও আফগানিস্তান। তবে পাকিস্তান ও আফগানিস্তান থেকে সেমিফাইনালের পথে সবচেয়ে এগিয়ে কিউইরা। বলা যায় শেষ চারে তাদের সম্ভাবনা শতভাগ। কারণ নিজেদের সব শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে রেটিং পয়েন্টে অনেকটা এগিয়ে গেছে গত আসরের রানার্সআপরা।

নয় ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আফগানিস্তান যদি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় তাহলে তাদেরও পয়েন্ট হবে ১০। কিন্তু তাতেই সেমিফাইনাল নিশ্চিত নয় তাদের। কারণ নিউজিল্যান্ডের নেট রানরেট ০.৭৪৬। বিপরিতে আফগানদের বর্তমান নেট রানরেট -০.৩৩৮।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে আফগানিস্তানকে আজ অবশ্যই দক্ষিণ আফিকার বিপক্ষে কমপক্ষে ৪৩৮ রানের ব্যবধানে জিততে হবে। যেটাও আপাতদৃষ্টিতে অসম্ভব। তাই বলাই যায় এবারও সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরর্ণ হচ্ছে না আফগানিস্তানের।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন