বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করতে নেমে স্বাগতিক বাংলাদেশ হেরে যায় ৩১ রানে।

এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান। দলের হয়ে ৬১ ও ৪৮ রান করেন মুনিবা আলি ও বিমসাহ মারুফ।

টার্গেট তাড়া কর নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে বিশ ওভারে ৯ উইকেটে ১০১ রানে ইনিংস গুটায় বাংলাদেশ। ৩১ রানের জয় পায় সফরকারী পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন