বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

আফগানদের ২৮৯ রানের টার্গেট দিল কিউইরা

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ২৮৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপসের জোড়া ফিফটিতে আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কিউইরা।

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া অধিনায়ক টম লাথাম ৬৮ রানের ইনিংস খেলেন।

চেন্নাইয়ে টস হেরে উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলে ডেভন কনওয়ে ও উইল ইয়াং। ১৮ বলে ২০ রান করে মুজিবের বলে ফিরে যান কনওয়ে। দ্বিতীয় জুটিতে ৭৯ রান সংগ্রহ করেন রবীন্দ্র-ইয়াং। দলীয় ১০৯ রানে কিউই শিবিরে জোড়া আঘাত হানেন আফগান পেসার ওমরজাই। ২১তম ওভারে রবীন্দ্র ও ইয়াংকে ফিরিয়ে দেন এই পেস অলরাউন্ডার। পরের ওভারে বিধ্বংসী অলরাউন্ডার মিচেলকে মাত্র ১ রানে সাজঘরে ফেরত পাঠান রশিদ খান।

১১০ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট জুটিতে ১৪৪ রান সংগ্রহ করেন অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফিলিপস। ইনিংসের ৪৮তম ওভারে তাদের জুটি ভাঙেন আফগান পেসার নাভিন উল হক। ৮০ বলে ৪টি চার ও ছক্কায় ৭১ রানের মূল্যবান ইনিংস খেলেন ফিলিপস।

৭৪ বলে ৬৮ রানের ক্যামিও খেলে সাজঘরে ফিরে যান ব্ল্যাকক্যাপস অধিনায়ক। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেললে ২৮৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই ও নাভিন উল হক।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন