বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চেন্নাইয়ে বড় বিপদে সাকিবরা। ৫৬ রান হতেই ৪ উইকেট নেই টাইগারদের। প্রথম বলে উইকেট বিলিয়ে দেন লিটন। এরপর ছন্দ ফিরে পাবার আশা জাগিয়ে তানজিদও (১৬) ফিরেছেন। জুটি গড়তে পারলেন না মিরাজ-শান্তও। দলীয় ৫৬ রানে টপঅর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বেশ বিপদেই আছে বাংলাদেশ। মিরাজ ফিরেছেন ৩০ রান করে, শান্ত করেছেন ৭ রান।

১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৫ রানে আছেন মুশফিক।

দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম‍্যাচে ব‍্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ। পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চেন্নাইয়ের উইকেটে বাড়তি কোনো স্পিনার নেয়নি বাংলাদেশ। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে মাহমুদউল্লাহকে কাজে লাগাতে পারবেন সাকিব।

অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন