বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই ৩ উইকেট হারাল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে পাকিস্তান। একে একে ফিরে গেছেন দলটির টপ অর্ডারের তিন ব্যাটার ফখর জামান, বাবর আজম ও ইমাম উল।

পাকিস্তান ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন চারে নামা মোহাম্মদ রিজওয়ান ও পাঁচে নামা সৌদ শাকিল।

এর আগে ওপেনার ফখর শুরুতে ১২ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক বাবর ফিরে যান ৫ রান করে। পরেই ওপেনার ইমাম উল ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।

খুলনা গেজেট/ টিএ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন