বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ইয়াং-নিকোলসের জুটিতে বিপর্যয় এড়াল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।

বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন।

তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৮ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।

দুই উইকেট হারিয়ে প্রাথমিক ধকলে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হ্যানরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ইতোমধ্যে পঞ্চাশ রানের জুটি গড়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৭৭।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন