বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ফাইনালে টস জিতে বৃষ্টির কারণে বিলম্বে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর বলে প্রথম ওভারেই ফিরে যান কুশল পেরেরা। পরে মোহাম্মদ সিরাজ এক ওভারে চার উইকেট তুলে নিয়েছেন।

শ্রীলঙ্কা ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন কুলশ মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগে। কুশল পেরেরা প্রথমে শূন্য করে ফিরেছেন। নিজের দ্বিতীয় ওভারে সিরাজ একে একে তুলে নিয়েছেন নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আশালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে।

শিরোপা লড়াইয়ে অক্ষর প্যাটেলের জায়গায় ভারত ওয়াশিংটন সুন্দরকে একাদশে নিয়েছে। শ্রীলঙ্কা স্পিনার মহেশ থিকসেনার জায়গায় এসেছেন স্পিনার দুশান হেমন্তকে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন