বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

ছাতার নিচে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরের বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম। কলম্বোয় পুরো ম্যাচ নির্বিঘ্নে হওয়ার আশা দেওয়া দিনে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

কলম্বোয় ভারত ও পাকিস্তানের ম্যাচটি এই উইকেটে অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে উইকেট যথাযথ পরিচর্যা হলে বড় রান হওয়ার সম্ভাবনা আছে। ভারত এই ম্যাচে তিলক ভার্মাকে অভিষেক করিয়েছে। অন্যদিকে বাংলাদেশ তরুণ পেসার তানজিম সাকিবকে দলে নিয়েছে।

বাংলাদেশ একাদশ-

সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

খুলনা গেজেট/এনএম/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন