বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

টস জিতে পাকিস্তানের সাবধানী ব্যাটিং

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে সাবধানী শুরু করেছে পাকিস্তান। অঘোষিত সেমিফাইনালে ম্যাচ নামিয়ে আনা হয় ৪৫ ওভারে। তাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। কিছুটা বিলম্বে অনুষ্ঠিত টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এদিন পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও আব্দুল্লাহ শফিক। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলেন এ দুই ব্যাটার। তবে ৫ম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯ রানের মাথায় ব্যক্তিগত ৪ রানে ফিরে যান ফখর।

ফখরের বিদায়ে শফিকের সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক বাবর আজম। এখন পর্যন্ত নিরাপদে ব্যাটিং করে যাচ্ছেন এ দুজন। বাবর ১২ ও শফিক ১১ রানে অপরাজিত আছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন