বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঝড়ো ফিফটি করে ফিরলেন রোহিত-গিল

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ঝড়ো ফিফটি করে আউট হয়েছেন।

ভারত ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩০ রানে খেলছে। ক্রিজে আছেন বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা কেএল রাহুল।

ওপেনার রোহিত শর্মা ৪৯ বলে ছয়টি চার ও চারটি ছক্কার শটে ৫৬ রান করে আউট হয়েছেন। গিলের সঙ্গে ১৬.৪ ওভারে ১২১ রানের জুটি দিয়েছেন তিনি। পরেই আউট হওয়া গিল ৫২ বলে ১০ চারের শটে ৫৮ রানে ফিরেছেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন