বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শ্রীলঙ্কা ম্যাচ খেলে দেশে ফিরবেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

পারিবারিক কারণে তিনি দেশে ফিরবেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবারের ম্যাচের পর সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। লাহোরে অনুষ্ঠিত ওই ম্যাচে ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। হারে ৭ উইকেটের বড় ব্যবধানে।

শাহিন-রউফদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সাকিবের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন মুশফিক। দলের পক্ষে খেলেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন