বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশকে ১৯৩ রানে আটকে দিল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। অন্য সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ পাকিস্তানের বিপক্ষে শূন্য করেছেন। রান পাননি লিটন-তাওহীদরা। পঞ্চাশের আগে চার উইকেট হারানো দলকে ১০০ রানের জুটি দিয়ে ফিফটি করে ফেরেন সাকিব। ফিফটির পর আউট হয়েছেন মুশফিকও।

বাংলাদেশ ৩৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রানে ব্যাট করছে। সাকিব আল হাসান ৫৭ বল খেলে সাতটি চারের শটে ৫৩ রানে আউট হয়েছেন। মুশফিককে নিয়ে পুরোপুরি ১০০ রানের জুটি দিয়েছেন তিনি। মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে ফিরেছেন। এর আগে শামীম এক ছক্কায় ১৬ রান করেন।

এই ম্যাচেও ওপেনিং করা মিরাজ ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে আউট হন। তিনে নামা লিটন ফিরে যান ১৬ রান করে। পরে নাঈম শেখ ২০ রান করে ও তাওহীদ হৃদয় ২ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন