বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে সুপার ফোরে মাঠে নামার আগে পাকিস্তানি বোলারদের হুঙ্কার দিয়ে রেখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। তবে শাহিন শাহ আফ্রিদি-নাসিম শাহর মতো বিশ্বের অন্যতম সেরা পেস বোলিংয়ের সামনে ইনিংসের শুরুতেই খাবি খেয়েছে বাংলাদেশের ওপেনাররা।

আগের ম্যাচের জয়ের নায়ক মিরাজ এবার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। এরপর দলে ফেরা লিটন দারুণ কয়েকটি বাঊন্দারি মেরে ম্যাচে ফেরার ইঙ্গিন্ত দিচ্ছিলেন। তবে তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।

একই অবস্থা নাইমেরও। তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তিনিও। ফলে ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে সাকিব বাহিনী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ৪৬ রান। সাকিব ৫ ও হৃদয় এক রানে ব্যাট করছেন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন