বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় এখন নেইমার, মাসে পাবেন ২৭৪ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

ফুটবলের দলবদলের বাজারে সবচেয়ে দামী নেইমার জুনিয়র। তাকে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে কিনেছিল পিএসজি। নিকট ভবিষ্যতে ওই রেকর্ড ভাঙবে কিনা সন্দেহ আছে।

এবার নেইমার নতুন রেকর্ড গড়েছেন। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ক্রীড়াবিদ হলেন তিনি।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ভিডিও বার্তায় নেইমার বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বছরের জন্য সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।

দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, এই দুই বছরে আল হিলাল থেকে বছরে ১৫০ মিলিয়ন ডলার করে বেতন পাবেন নেইমার। দুই বছরে নিশ্চিত বেতন পাবেন ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় তিন হাজার ২৮৪ কোটি টাকা। অর্থ্যা প্রতি মাসে তার বেতন ২৭৪ কোটি টাকা। সৌদি ক্লাবটি তাকে পারফরম্যান্স বোনাস ও বাণিজ্যিক চুক্তি থেকে আরও ১০০ মিলিয়ন ডলার আয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন