শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঢাকায় পৌঁছালেন এইচপি টিমের প্রধান কোচ র‌্যাডফোর্ড

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নবনিযুক্ত হেড কোচ টবি র‌্যাডফোর্ড ঢাকায় চলে এসেছেন। আজ ভোর ৫টায় (শনিবার দিবাগত রাত) ঢাকায় পৌঁছান তিনি। বিসিবির লজিস্টিকস বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। পুনরায় শুরু হওয়ার পর টানা তিন আসর এইচপির হেড কোচ ছিলেন অস্ট্রেলিয়ান সিমন হেলমুট। এক বছরের চুক্তিতে তার স্থলাভিষিক্ত হলেন র‌্যাডফোর্ড।

আজ শুরু হতে চলা বিসিবি প্রেসিডেন্টস কাপে একটি দলের কোচের দায়িত্ব পালন করার কথা রয়েছে র‌্যাডফোর্ডের। ঢাকায় নেমে কয়েক দিন কোয়ারেন্টাইনে থাকার পর করোনা পরীক্ষা শেষে কাজে যোগ দিবেন এই ইংলিশ কোচ।

এদিকে এইচপির ক্যাম্পও শুরু হয়ে গেছে। স্থানীয় কোচরাই যার তত্ত্বাবধান করছেন। এইচপি স্কোয়াডের ক্রিকেটাররা খেলবেন তিন দলের ওয়ানডে সিরিজে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন