বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

হৃদয়, সাকিবের পর আফিফ। রশিদের আরেকটি গুগলি। এবার সেটির শিকার আফিফ। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ।

আগের ওভারে হৃদয়, পরের ওভারে সাকিব। একটু থিতু দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপ আরও বাড়ল বাংলাদেশের। নবির রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটিতে ব্যাকফুটে খেলতে গিয়ে মিস করে যান সাকিব। আত্মবিশ্বাসী না হলেও রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেটি বাঁচাতে পারেনি তাঁকে।

উইকেটে হয়েছে আম্পায়ার্স কল। এখন পর্যন্ত সাকিবই যা একটু জবাব দিতে পারছিলেন আফগানদের, ইনিংস বড় করতে পারলেন না তিনিও। ১০০ রানের বেশ আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ! ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন