বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রেকর্ড

বল হাতে এলোমেলো বাংলাদেশ, বড় সংগ্রহে ছুটছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজকে এক্সট্রা কাভারে দারুণ চারে রানের খাতা খোলেন গুরবাজ। পরের ওভারের দ্বিতীয় বলে নো-বল দেন হাসান। তৃতীয় ওভারে এসে এবার মোস্তাফিজ দেন নো-বল। মোস্তাফিজ আরও একটি নো-বল করেন। ইবাদতের বোলিং হচ্ছে খাপছাড়া। রান দিচ্ছেন হাত খুলে। এমন এলোমেলো বোলিংয়ের মাঝে বাংলাদেশ ক্যাচ হাতছাড়া করে। নবম ওভারের প্রথম বলে জাদরান লং অফে উড়িয়ে মেরেছিলেন। সেখানে থাকা ফিকডার তাওহীদ হৃদয় দৌড়ে এসেও বল তালুবন্দি করতে পারেননি। জাদরান ১৪ রানে জীবন পান। প্রথম পাওয়ার প্লেতে গুরবাজ-জাদরান যোগ করেন ৬৭ রান। দুর্দান্ত খেলছেন গুরবাজ, সুযোগ পেলেই বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে।

আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতেই পারছে না বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই ১০০ রান পার করে ফেলেছে সফরকারী দল।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান কিছুটা ধীরগতিতে খেললেও রহমানউল্লাহ গুরবাজ সাকিব-এবাদত হোসেনদের মেরে খেলছেন। এরইমধ্যে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন গুরবাজ।

৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন গুরবাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৬ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ২২ ওভারে আফগানিস্তানের রান ১৫০। অন্যপ্রান্তে জাদরান অপরাজিত ৪০ রানে।

উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রেকর্ড

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে শত রানের মাইলফলক স্পর্শ করেছে আফগানিস্তান। এর আগে গত বছর এই মাঠেই রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান ৭৯ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙ্গে এবার ১৪.২ ওভারে দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে যোগ করেছেন ১০০ রান।

এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। অবসরকাণ্ডে তামিম ইকবাল বাকি দুই ওয়ানডেতে নেই। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও সালেম সাফি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন