বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মুস্তাফিজদের ওপর চড়াও আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

টস হেরে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছে আফগানিস্তান। মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বলে তারা সজোরে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। তার ওপর বাড়তি হিসেবে তারা তিনটি ‘নো’ বল পেয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৬২ রান নিয়েছে সফরকারীরা। গুরবাজ ৩১ এবং ইব্রাহীম অপরাজিত আছেন ১৯ রানে।

তবে হাসান মাহমুদ রান দেওয়ায় কিছুটা কম খরুচে। এখন পর্যন্ত ২ ওভারে ৭ রান দিয়েছেন তিনি। মুস্তাফিজের ৪ ওভারে ২৫ এবং এবাদতের ২ ওভারে ১৩ রান নিয়েছেন আফগান ওপেনাররা। পরে অবশ্য সাকিবের দ্বিতীয় ওভারেও গুরবাজরা হাত খুলে মারার আভাস দিয়েছেন। ৩ ওভারে সাকিব দিয়েছেন ১৫ রান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বিশ্রামে থাকা তামিম ইকবালের জায়গায় এসেছেন নাঈম শেখ এবং পেসার তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন