বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
অনুর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ৩৫ ওভারে

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দুপুর সাড়ে ১২ টার দিকে খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে কমেছে ১৫ ওভার। ফলে ম্যাচটি হবে ৩৫ ওভারের।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকালে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময় সকাল ৯টায় খেলা শুরু হয়নি। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে খেলা শুরু হলেও ৩.৪ ওভার খেলার পর বৃষ্টির কারণে ফের বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আবারও খেলা শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ১১৩ রান। এরপর বৃষ্টির কারণে আবারও বন্ধ হয় খেলা।

 

খুলনা গেজেট/এমএম/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন