বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে বৃষ্টির হানা, বন্ধ খেলা

ক্রীড়া ‍প্রতিবেদক

আগে থেকেই চট্টগ্রামে বৃষ্টির শঙ্কা ছিল। সেই শঙ্কা নিয়ে ম্যাচ শুরু হলেও মেঘের চোখ রাঙ্গানি ছিল। অবশেষে, বৃষ্টিই হানা দিলো চট্টগ্রামে। কাভার নিয়ে ছুটোছুটি করছেন গ্রাউন্ডসম্যানরা, খেলোয়াড় ও আম্পায়াররা মাঠ ছেড়েছেন। বৃষ্টি শুরুর আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান।

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। অন্যদিকে, আফগানিস্তান তাদের স্কোয়াড সাজিয়েছে তিন পেসার ও তিন স্পিনার দিয়ে।

ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

খুলনা গেজেট/এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন