শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

টাইগার পেসারদের উন্নতিতে সন্তুষ্ট কোচ ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পেস বোলিং বিভাগ বরাবরই চিন্তার কারণ হয়ে থাকলেও দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস, সম্প্রতি টাইগাররা একটি ভালো বোলিং গ্রুপ পেয়েছে। ভবিষ্যতে তাদের ভালোভাবে গড়ে তোলা সম্ভব হলে সাফল্য পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।

কয়েকজন বোলারের কথা উল্লেখ করে ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, পেসারদের নিয়ে ভালো একটি গ্রুপ গড়ে তোলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এবাদত, রাহি, তাসকিন, মুস্তাফিজ, খালেদ ও আল-আমিন রয়েছে। আমরা ছয়-সাতজনের একটি গ্রুপ গড়ে তুলতে পরেছি, যারা সব ফরম্যাটেই ভালো খেলতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে দেশে ও বিদেশের মাটিতে ভালো করতে পারবে।’

বিশেষ করে তাসকিনের কাজে সন্তুষ্ট ডোমিঙ্গো। দুর্দান্ত পেসার হওয়া সত্ত্বেও ফিটনেস ও ধারাবাহিকতার কারণে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেননি তাসকিন।

লকাডাউন চলাকালীন তাসকিন কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেকে ফিট করে তুলেছেন, যা ডমিঙ্গোর কাছে প্রশংসা পেয়েছে।

তাসকিন সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘তাসকিন কঠোর পরিশ্রম করেছে, যা আমাকে মুগ্ধ করেছে। সে ফিট হয়ে ফিরে এসেছে।’

আর মুস্তাফিজের প্রশংসা করে ডোমিঙ্গো বলেন, ‘মুস্তাফিজ নতুন বলে মানিয়ে নিতে অভ্যস্ত হয়েছে। খালেদও উন্নতি করেছে। আমি এটিও মনে করি, তরুণ হাসান মাহমুদের ভালো সম্ভাবনা রয়েছে।’

বাংলাদশ কোচ আরো বলন, ‘আমাদের যদি এমন বোলার থাকে, যারা ঘরের মাঠে ও বিদেশের মাটিতে ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবে, তাতে এটি আমাদের অনেক প্রতিযোগিতায় পরিণত হতে সহায়তা করবে। এ মুহূর্তে আমরা মনে করি, একটি বোলিং গ্রুপ গড়ে তুলতে আমরা সঠিক পথেই আছি।’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন