বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

২৬ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান যুব দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান যুব দল। আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরেও পাকিস্তান যুব দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবারও পূর্ণাঙ্গ সিরিজই খেলবে দুই দল। যেখানে একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।

৩০ এপ্রিল থেকে শুরু হওয়া চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৬ ও ৮ মে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর রাজশাহীতে যাবে দুই দল। যেখানে শেষ তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হবে। ম্যাচগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১১,১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন