শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভেতরে চলছে ভোট, বাইরে সালাউদ্দিন বিরোধী মানব বন্ধন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে চলছে কাজী মো. সালাউদ্দিন বিরোধী মানববন্ধন।

শনিবার দুপুর দুইটা থেকে শুরু হয়েছে বাফুফের বহুল আলোচিত নির্বাচন। ভোটকেন্দ্রে যখন সাজসাজ রব ঠিক তখনই ভিন্ন চিত্র কেন্দ্রের বাইরে।

সাবেক ফুটবলার কায়সার হামিদের নেতৃত্বে এক দল তরুণ প্লে-কার্ড নিয়ে উপস্থিত হন। এসময় সালাউদ্দিন বিরোধী স্লোগান দিতে দেখা যায় তাদের।

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বয়কট সালাউদ্দিন’ নামক একটি গ্রুপের পক্ষ থেকে তারা এই মানববন্ধন আয়োজন করেছে।

এবারের নির্বাচন শুরুর আগ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন বিরোধী বিভিন্ন পোস্ট, ইভেন্ট, গ্রুপ চোখে পড়ছিল। রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে নতুন নেতৃত্বের দাবিতে মানববন্ধনও করতে দেখা যায়।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন