বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

বঙ্গবন্ধু কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে তারা চাইনিজ তাইপেকে হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে।

মঙ্গলবার (২১ মার্চ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেকে পরাজিত করে তুহিন বাহিনী। প্রথম দুই আসরে বাংলাদেশ ফাইনালে হারিয়েছিল কেনিয়াকে। এবারই ছিল প্রথম অল এশিয়া ফাইনাল।

ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। প্রথমার্ধে ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর ও আক্রমণাত্বক স্বাগতিকরা। পুরো ম্যাচে তিন লোনা পেয়েছে বাংলাদেশ।

আগের দু আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে উঠেই আগামী বছরের বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২ দেশ অংশ নিয়েছে ১১ দিনের টুর্নামেন্টে। এ বছরতো বটেই তিন আয়োজনে কোনো ম্যাচই হারেনি বাংলাদেশ।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন