বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মালান-বাটলারের বিদায়ে আশা জাগল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশ জিতলেই ‘বাংলাওয়াশ’ হবে ইংল্যান্ড। ওই ম্যাচে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। ইংল্যান্ড জবাব দিতে নেমে বাংলাদেশের অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের প্রথম ওভারেই উইকেট হারায়। এরপর বাটলার-মালান ঝড় দেখিয়ে ফিরেছেন।

ইংল্যান্ড ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটার বেন ডাকেট ও মঈন আলী।

জস বাটলার ৩১ বলে ৪০ করে রান আউট হয়েছেন। তার ঠিক আগের বলে ডেভিড মালান ৪৭ বলে দুই ছক্কা ও ছয়টি চারে ৫৩ রান করে মুস্তাফিজের বলে আউট হয়েছেন। ওপেনার ফিল সল্ট স্টাম্পিং হয়ে গোল্ডেন ডাকের স্বাদ পেয়েছেন।

এর আগে রান খরায় থাকা লিটন দাস ভালো ব্যাটিং করেছেন। তিন ম্যাচের ওয়ানডে ও প্রথম দুটি টি-২০ ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে তিনি ৫৭ বলে ১০টি চার ও এক ছক্কায় ৭৩ রান করেছেন। নাজমুল শান্ত ৪৭ ও রনি তালুকদার করেছেন ২৪ রান।

বাংলাদেশ ওপেনিং জুটিতে ৭.৩ ওভারে ৫৫ রান যোগ করে। এরপর দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৮৪ রান। লিটন দাস ও নাজমুল শান্তর ব্যাটে ১২.২ ওভারে দলের রান হয় ১০০। সেখান থেকে স্লগে সেরাটা খেলতে না পারায় প্রত্যাশিত রান পায়নি টাইগাররা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন