শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ডিসেম্বরে দুবাইয়ে চার দলীয় টুর্নামেন্টের প্রস্তাবে বিসিবির না

ক্রীড়া প্রতিবেদক

আগামী ডিসেম্বরে দুবাইয়ে চার দলের একটি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। সহযোগী দেশগুলোর সঙ্গে খেলার চেয়ে ওই সময় ঘরোয়া ক্রিকেটকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে বোর্ড, জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

বাংলাদেশ দলের সামনে খেলার সম্ভাব্য সূচি নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শুক্রবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, ডিসেম্বরে খেলার জন্য দু-একটি জায়গা থেকে আমন্ত্রণ আছে বাংলাদেশের। পরে আকরাম খান জানালেন, সেই আমন্ত্রণ মনে ধরেনি তাদের।

“আয়ারল্যান্ড একটি টুর্নামেন্ট করতে চায় দুবাইয়ে, সঙ্গে স্কটল্যান্ড ও অন্য আরেকটি সহযোগী দেশ। তবে আমরা এটায় খেলব না। আমাদের কাছে মনে হয়েছে, ওই সময়ে আমাদের ঘরোয়া ক্রিকেট আয়োজন করা বেশি গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটেই আপাতত বেশি মনোযোগ দিতে চাচ্ছি আমরা। এটি ছাড়া আর কোনো আমন্ত্রণ আপাতত নেই।”

আপাতত নিশ্চিত হওয়া সূচিতে বাংলাদেশের পরের খেলা মার্চে, নিউ জিল্যান্ড সফরে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশর আসার কথা, তবে সেই সিরিজ নিশ্চিত নয় এখনও।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন