বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

১ রানে ২ উইকেট নেই বাংলা‌দেশের

ক্রীড়া প্রতিবেদক

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে দলে ফেরা স্যাম কারানের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন দুই ব্যাটার। কারানের পর প্রথম শিকার লিটন দাস। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের দেখানো পথে হাঁটলেন আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত।

এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে জেসন রয়ের ঝোড়ো সেঞ্চুরি এবং জস বাটলারের অর্ধ-শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে সফরকারী ইংল্যান্ড। এছাড়া শেষ দিকে মঈন আলি ও স্যাম কারানের ক্যামিওতে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করেছেন ইংলিশরা।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন তাসকিন আহমেদ

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন