বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্বিতীয় প্রস্ততি ম্যাচেও হার নারী ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশের মেয়েদের শুরু হয়েছিল পাকিস্তানের কাছে হার দিয়ে। বুধবার (০৮ ফেব্রুয়ারি) তারা মুখোমুখি হয়েছিল ভারতের বিপক্ষে। কিন্তু সেখানেও বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

দক্ষিণ আফ্রিকার স্টেলেনবোস স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৫১ রানে হারিয়েছে ভারত। ৫৬ বলে ৯১ রান করে ভারতের জয়ের মূল কারিগর রিচা ঘোষ। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও নয়টি ছক্কা। এই ইনিংসে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন নাহিদা আক্তার। এছাড়া জাহানারা, সালমা ও মারুফা নেন একটি করে উইকেট।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৩২ রানেই। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা। এছাড়া পাঁচ চারে মুর্শিদা খাতুন করেছেন ৩২ রান।

ভারতের হয়ে দেভিকা ভৈদ্য নিয়েছেন দুটি উইকেট। এছাড়া রাজেশ্বরি, অঞ্জলি, দীপ্তি, রাধা ও শেফালি শিকার করেছেন একটি করে উইকেট।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন