বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

শামসুন্নাহারকে নিয়েই নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক শামসুন্নাহার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন। ম্যাচ শেষে হাসপাতালেও যেতে হয়েছিল অধিনায়ককে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শনিবার অনুশীলনে ছিলেন শামসুন্নাহার।

রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার অধিনায়কত্বেই নামবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় পাওয়া একাদশই ভারতের বিপক্ষে নামবে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে।

রোববার বিকেলের ম্যাচে নেপাল ভুটানের বিপক্ষে খেলছে। বাংলাদেশ ও ভারত প্রথম ম্যাচে জিতেছিল। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন