Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

পেলে-জিদানের পাশে এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

দারুণ এক রেকর্ড গড়লেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে একাধিক বিশ্বকাপের ফাইনালে গোল করা খেলোয়াড় বনে গেলেন তিনি। ফাইনালে এখন পর্যন্ত তার গোলের

কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। এ ম্যাচে ৮০ ও ৮১ মিনিটে দুটি গোল করেন এমবাপ্পে। গত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও জালের দেখা পেয়েছিলেন তিনি। এবার জোড়া গোল করে তিনি বসলেন কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়ের পাশে।

বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পের মতো ৩টি করে গোল আছে জিওফ হার্স্ট, ভাভা, পেলে ও জিদানের।

একাধিক বিশ্বকাপ ফাইনালে গোল আছে ব্রাজিলের ভাভা, পেলে, জার্মানির পল ব্রেইটনার ও ফ্রান্সের জিনেদিন জিদানের। এর মধ্যে ভাভা গোল করেন ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপ ফাইনালে। জার্মানির পল ব্রেইটনার ২টি গোল করেন ১৯৭৪ ও ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনালে। জিদানের দুটি গোল ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপের ফাইনালে।

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এমবাপ্পে ভাভা, পেলে, ব্রেইটনার ও জিদানের পাশে নিজের নাম বসালেন।

প্রসঙ্গত, লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখ ধাঁধানো গোলটি করেন ম্যাচের ৩৬ মিনিটে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন