Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

একমাত্র ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসি মানেই যেন রেকর্ডের ফুলঝুরি। কাতারেও অনন্য এক রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন। ফুটবল বিশ্বকাপের কোনো নির্দিষ্ট টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়লেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি-বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি। এ নিয়ে এবারের বিশ্বকাপে ৬ গোল হলো তার।

এর আগে গ্রুপপর্বে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে গোল করেন তিনি। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার জালেও একবার বল পাঠান তিনি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

ফ্রান্সের বিপক্ষে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে বসলেন মেসি। পেলের মতো দুজনই বিশ্বকাপে ১২টি করে গোল করেছেন। লিওনেল মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। শুধু ২০১০ বিশ্বকাপে কোনো গোল পাননি তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮ সালের আসরগুলোতে গোল পেয়েছিলেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েও দারুণ এক রেকর্ড হয়েছে মেসির। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির লোথার ম্যাথিউসকে পেছনে ফেলেছেন তিনি। বিশ্বকাপে মেসি ২৬ ম্যাচ ও ম্যাথিউস ৩৫ ম্যাচ খেলেছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন