Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোল দিয়েই কাঁদলেন ডি মারিয়া

ক্রীড়া প্রতিবেদক

লুসাইল আইকনিক স্টেডিয়ামের ফাইনালে শুরুতেই চমক আর্জেন্টিনার। টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলা ফ্রান্সকে ৩৮ মিনিটের মাথায়ই ২ গোল দিয়ে ফেলেছে লিওনেল মেসির দল। তাতে ৩৬ বছরের শিরোপাখরা কাটানোর দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে দলটি। ব্যবধান দ্বিগুণ করার গোলটা করে তাই আবেগ আর ধরে রাখতে পারেননি ডি মারিয়া। ফ্রান্সের জালে বল জড়িয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন এ তারকা।

৩৮তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পান হুলিয়ান আলভারেজের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান আনহেল ডি মারিয়া। চমৎকার শটে ফ্রান্সের গোলকিপার উগো লরিসকে পরাস্ত করেন ডি মারিয়া।

এর আগে ২২তম মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টিটাও এনে দেন মারিয়া। বক্সের ভেতর তাকে ফাউল করেন উসমান দেম্বেলে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি শিমন মারচিনিয়াক। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মেসি।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে ভুগছেন ডি মারিয়া। খেলতে পারেননি বিশ্বকাপের অনেকগুলো ম্যাচই। গত তিন ম্যাচেও ছিলেন না শুরুর একাদশে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন