Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফাইনালে যে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপ ফাইনালে অনন্য রেকর্ড গড়তে আজ রাতে মাঠে নামছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। সবচেয়ে বেশি সময় ধরে খেলার রেকর্ডটি গড়তে যাচ্ছেন তিনি। খবর ফিফার।

এ পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড রয়েছে ইতালিয়ান ফুটবলার পাওলো মালদিনির। তিনি ২ হাজার ২১৭ মিনিট খেলেছেন। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

মেসি খেলেছেন ২ হাজার ১৯৪ মিনিট। অর্থাৎ পাওলো মালদিনিকে অতিক্রম করতে আরও ২৪ মিনিট খেলতে হবে মেসিকে। আর আজ রাতেই ফ্রান্সের বিপক্ষে কাপ জেতার লড়াইয়ের মাধ্যমে সেই রেকর্ড করতে যাচ্ছেন মেসি।

লিওনেল মেসি এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছেন। তবে একবারও কাপ নিতে পারেননি ৩৫ বছর বয়সি এ ফুটবলার। এবার কাতারের বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে আছেন মেসি। সেই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার লড়াইয়েও এগিয়ে আছেন তিনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন