ভারতের বিপক্ষে জয় পেতে শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল অসম্ভবপ্রায় ২৪১ রান, হাতে ৪ উইকেট। এতোবড় লক্ষ্য তাড়া করতে নেমে দিনের তৃতীয় ওভারেই ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ।
ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন এই অলরাউন্ডার। তবে পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি।
৭ উইকেট হারিয়ে ফেললেও লড়াইটা এখনও একাই চালিয়ে নিচ্ছেন অধিনায়ক সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৯০ রান। কাপ্তান সাকিব অপরাজিত আছে ৫৪ রানে। ওপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।
অক্ষর প্যাটেলের বল ডাউন দ্য ট্রাকে গিয়ে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটির দেখা পান সাকিব। জিততে বাংলাদেশের এখনও প্রয়োজন ২২৩ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন মাত্র ৩ উইকেট।
এর আগে ভারত প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিল। জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিল প্রথম ইনিংসে মোটে ১৫০ রান। দ্বিতীয় বাংলাদেশকে ফলো অনে না ফেলে আবারো ব্যাট হাতে নামে ভারত। লোকেশ রাহুলের দল সংগ্রহ করে ২৫৮ রান। ফলে সাগরিকা টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৫১৩ রানে।

