Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শুরুতেই গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে পারেনি গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া ও আফ্রিকার দেশ মরক্কো। ফলে নিয়মরক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই দুই দল মাঠে নেমেছে। যেখানে ম্যাচ শুরু হওয়ার মাত্র নয় মিনিটের মধ্যেই দুই দল একটি করে গোল করেছে। ফলে শুরুতেই গোল উৎসবে মেতে উঠেছে দুই দলের সমর্থকরা।

শনিবার (১৭ ডিসেম্বর) আল রাইয়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। যেখানে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। সপ্তম মিনিটে মরক্কোর ডি-বক্সের সামনে ফ্রি কিক পায় লুকা মদ্রিচরা। সেই ফ্রি কিকের শট থেকে বল পেয়ে যান ইভান পেরিসিচ। তিনি হেড নিলে ডি-বক্সের ভিতরে আবার হেড নেন জোসকো। তাতে শুরুতেই গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন জোসকা।

পিছিয়ে পড়া মরক্কো দুই মিনিট পরেই সমতায় ফেরে। ফ্রি কিক থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে আসে গোলপোস্টের সামনে। সেখানে আচরাফ দারি নিচু হয়ে হেড নিয়ে জালে পাঠান বল। তাতেই ১-১ গোলের ব্যবধানে সমতা ফেরে মরক্কো।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন