Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

৩-০ গোলে এগিয়ে ফাইনালের পথে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

লুসাইলে চলছে লিওনেল মেসি শো। আর এতে করে ফাইনালের সুবাতাস পাচ্ছে আর্জেন্টিনা। ২০১৪ সালের পর আরেকবার ফাইনালের পথে রয়েছে আলবিসেলেস্তেরা। মেসি গোল করলেন, করালেন আর্জেন্টিনা এগিয়ে রয়েছেন ৩-০ গোলে।

লুসাইল স্টেডিয়ামে এদিন শুরু থেকেই দুদল আক্রমণকে পাখির চোখ করে। শুরুতে অবশ্য আর্জেন্টিনার চেয়ে ক্রোয়েশিয়ার পায়েই বল ছিল বেশি। প্রথমার্ধে তাদের দখলে বল ছিল ৬২ শতাংশ। দারুণ সব পাসে তাদের প্লে–মেকিংগুলোও ছিল দেখার মতো। তবে আগের ম্যাচগুলোর এ ম্যাচেও অ্যাটাকিং থার্ডে গিয়ে ব্যর্থ হচ্ছিল ক্রোয়াটদের আক্রমণগুলো।

তাই পাস ও বল দখলে এগিয়ে থাকলেও নিশ্চিত গোলের সুযোগ বলতে যা বোঝায় তা বের করতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া। বরং পাল্টা আক্রমণে আলভারেজকে ঠেকাতে গিয়ে ফাউল করে বসেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি।

মেসির গোলের রেশ কাটার আগে দৃষ্টিনন্দন এক গোলে আর্জেন্টিনাকে দুই গোলের লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। নিজেদের অর্ধ থেকে প্রায় একক নৈপুণ্যে বল নিয়ে ওঠে এসে লক্ষ্যভেদ করেন এই ম্যানচেস্টার সিটি তারকা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা। দ্বিতীয়ার্ধে নেমে মেসির পাসে আরও একটি গোল করেন আলভারেজ। এই ৩ গোলে ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের ফাইনালের সুবাস পাচ্ছে আর্জেন্টিনা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন