Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পর্তুগালকে চমকে দিয়ে মরক্কোকে এগিয়ে নিলেন নেসেরি

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মরক্কো স্পেনের বিপক্ষে খেলেছিল রক্ষণাত্মক ফুটবল, জিতেছিল পেনাল্টি শ্যুটআউটে। সেই মরক্কো ধারে ভারে অনেক এগিয়ে থাকা পর্তুগালের বিপক্ষেও তেমনভাবেই এগোবে, ধারণা ছিল এমনটাই। তবে আজ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা মিলছে যেন অন্য এক মরক্কোর। মুহুর্মুহু আক্রমণে তারা ব্যতিব্যস্ত রাখছে পর্তুগিজ রক্ষণকে।

ফলশ্রুতিতে গোলটাও পেয়ে গেছে মরোক্কানরা। ম্যাচের ৪২ মিনিটে ইয়াহইয়া আতিয়াত-আল্লাহর ক্রস থেকে দারুণ এক হেডে গোল আদায় করে নেন ইউসেফ এন নেসেরি। তার গোলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে গেছে অ্যাটলাস লায়নরা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন