বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই ফিরলেন কোহলি-ধাওয়ান, চাপে ভারত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ভারত। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৩ রানে দুই উইকেট হারায় ভারত। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মোস্তাফিজ ও এবাদত।

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা বিরাট কোহলিকে ফেরান এবাদত। ব্যক্তিগত ৫ রান করা কোহলিকে বোল্ড করেন তিনি। এর পরের ওভারেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ২২ রান।

এর আগে, মেহেদী হাসান মিরাজের প্রথম শতক ও রিয়াদের দায়িত্বশীল ইনিংসে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২৭২ রানের টার্গেট দেয় টাইগাররা।

টসে জিতে বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

খুলনা গেজেট/ এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন