Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্পেনকে বিদায় করে কোয়াটার ফাইনালে মরক্কো

ক্রীড়া প্রতিবেদক

মরক্কো কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্পেন। টাইব্রেকারে ৩-০ গোলে জিতেছে মরক্কো। শক্তির বিচারে এগিয়ে থাকা স্পেন ম্যাচে আধিপত্য বিস্তার করলেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। তবে, দুই দলের কেউই গোল করতে না পারায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ০-০ গোলে। ম্যাচের ফল বের করার জন্য অতিরিক্ত আরও ৩০ মিনিট খেলা হলেও সেখানেও গোল করতে ব্যর্থ হয় এই দুই দল। ফলে, ম্যাচের জয়ী নির্ধারণ করার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথমার্ধে ম্যাচের প্রথম আক্রমণ করেছিল মরক্কো। ম্যাচের ১২ মিনিটে ডি বক্সের সামান্য সামনে ফ্রি কিক পায় মরক্কো। কিন্তু আশরাফ হাকিমির নেওয়া কিক উপর দিয়ে চলে যায়।

ম্যাচের ২৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল স্পেনের ফেরান তোরেস। তার নেওয়া শট মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বাউনু ধরতে পারেননি। কিন্তু বল গিয়ে বারে লেগে ফিরে আসে। যদিও সেটাতে আবার শট নেন দানি আলমো। কিন্তু ততক্ষণে অফসাইডের বাঁশি বাজায় রেফারি।

ম্যাচের ৩৩ মিনিটে মরোক্কোর মাজরাউই বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। তার নেওয়া শট সরাসরি স্পেনের গোলরক্ষক ইউনাই সিমনের কাছে যায়। তিনি সেটা রুখে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ০-০ গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দারুণ সুযোগ পেয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু তার নেওয়া শট ডানকোণা থেকে ধরে ফেলেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বাউনু। ম্যাচের ৮২ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন স্পেনের আলভারো মোরাতা। কিন্তু সেই সুযোগেও গোল আদায় করতে ব্যর্থ হয় স্পেন।

৮৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মরক্কো। আচরাফ হাকিমির ক্রস থেকে বক্সের মধ্যে ওয়ালিদ ছেদেরিয়া বল পেয়ে কোনোরকমে ডান পায়ে শট নেন। কিন্তু সেই শট থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন