বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পেলের শারীরিক অবস্থার চরম অবনতি, দিচ্ছেন না সাড়া

গেজেট ডেস্ক

ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। তার ক্যান্সার সেবায় কেমোথেরাপিও কাজ করছে না।

দেশটির গণমাধ্যম ফোলহার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান, গোল ডটকমসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এখন প্যালিয়েটিভ কেয়ারে আছেন পেলে। সাধারণ, কোনো রোগী যখন সাড়া-শব্দ দেয় না, তখন তাকে সেখানে রাখা হয়।

গত মঙ্গলবার খবর আসে, পেলেকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার শরীরের প্রতিটি অঙ্গ ফুলে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন না ফুটবলের রাজা।

হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে পেলের। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আত্মীয়-স্বজনদেরও চিনতে পারছেন না তিনি। অবশ্য ব্রাজিলীয় কিংবদন্তির পরিবার জানায়, মাসিক চেকআপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কোলন ক্যানসারে আক্রান্ত পেলে। হাসপাতাল সূত্র জানায়, তার শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।

যদিও ওই সময় চিকিৎসকরা জানান, পেলের অবস্থা স্থিতিশীল। তার মেয়ে কেলি নাসিমেন্তোও জানান, বাবার অবস্থা অতটা খারাপ নয়।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। স্বদেশের হয়ে তিনবার বিশ্বকাপ জেতেন তিনি। ইতিহাসে এ কীর্তি আরও খেলোয়াড়ের নেই।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন