বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই তাসকিন, শঙ্কায় তামিম

ক্রীড়া প্রতিবেদক

ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ কড়া নাড়ছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী রোববার। এর মধ্যেই টাইগার শিবিরে দুঃসংবাদ। দলটির তারকা পেসার তাসকিন আহমেদ কোমরের চোটে পড়ে ছিটকে গিয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন হাঁটুর চোটে। এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি এনিয়ে কিছুই বলা হয়নি।

বুধবার ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি। চোটের অবস্থা বুঝতে আজ বৃহস্পতিবার তামিমের হাঁটুর স্ক্যান করানো হবে। প্রথম ওয়ানডে ম্যাচে তার মাঠে নামা নিয়ে থাকলো শঙ্কা।

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন