শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

উয়েফা প্রো-লাইসেন্স সনদ পেলেন বাংলাদেশের কোচ জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করে আসছেন জেমি ডে। এতদিন তার উয়েফা প্রো-লাইসেন্স সনদ ছিল না। যে কোনো জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য যেটি খুবই দরকার। তাই বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য গত জুলাইয়ে উয়েফার প্রো-লাইসেন্স সনদ পেতে পরীক্ষা দিয়েছিলেন জেমি। সম্প্রতি পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে উত্তীর্ণ হয়েছেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ।

দু’বছর আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিয়ম চালু করে, কোনো দেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে হলে সেই কোচের প্রো-লাইসেন্স সনদ থাকতে হবে। এতদিন পর যা হাতে পেলেন জেমি।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে জেমি বলেন, ‘সেই জুলাইয়ে প্রো-লাইসেন্স পরীক্ষা দিয়েছিলাম। পাস করেছি। বৃহস্পতিবার হাতে পেয়েছি সনদ। খুব ভালো লাগছে। আমি দারুণ খুশি।’ জেমি বর্তমানে ব্রিটেনে রয়েছেন।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন