Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
ঘানা ৩ : ২ দক্ষিণ কোরিয়া

দারুণ খেলেও ঘানার কাছে হার দক্ষিণ কোরিয়ার

গেজেট ডেস্ক

বিকেলে ক্যামেরুন–সার্বিয়া ম্যাচ উপহার দিয়েছে ৬ গোলের রোমাঞ্চ। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতে উপভোগ্য এক সন্ধ্যা উপহার দিল এশিয়ার দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার ঘানা। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে আক্রমণ–পাল্টা আক্রমণের আরেক ম্যাচে ঘানা ৩–২ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

এশীয় প্রতিনিধিদের দুর্ভাগ্যই। আগাগোড়া দুর্দান্ত ফুটবল খেলেও স্রেফ গোল করতে না পারার ব্যর্থতায় হার সঙ্গী তাদের। অন্যদিকে ঘানাও কম যায়নি, গোলের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি দাঁতে দাঁত চেপে রক্ষণটা ভালোভাবে সামলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা বাঁচিয়ে রাখল তারা। যদিও এই হারে কোরিয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন