Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোল উৎসবে কানাডাকে হারাল ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

৩৬ বছর পর বিশ্বকাপে খেলতে আসা কানাডার জালে এক হালি গোল দিয়ে জয় তুলে নিয়েছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। এ জয়ে মরক্কোর সঙ্গে পয়েন্ট সমান থাকলেও গোল গড়ে টেবিলের শীর্ষস্থানে উঠে গেল ক্রোয়েশিয়া।

প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে গেলেও কানাডার খেলা নজর কেড়েছিল সবার। রোববার (২৭ নভেম্বর) দ্বিতীয় ম্যাচের শুরুতেই চমক দেখায় ম্যাপল লিফের দেশটি। ম্যাচ শুরুর প্রথম ৬৮ সেকেন্ডেই গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার জালে বল পাঠায় কানাডা। গোলটি এসেছে ফুলব্যাক আলফন্সো ডেভিসের পা থেকে।

আলফন্সো ডেভিসের এ গোলে লিড নেয় দলটি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ডটিও তার হয়ে যায়।

কাতার বিশ্বকাপে চমক আর অঘটন চলছেই। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে অঘটনের শিকার হয়েছে বেলিজিয়াম। আরেক ম্যাচেও শুরুতেই চমক দেখাল কানাডা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের দ্রুততম গোল করেছেন বায়ার্ন মিউনিখ তারকা আলফন্সো ডেভিস। তার চমৎকার গোলে লিড পেয়েছে কানাডা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন