Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দিল মেক্সিকো

ক্রীড়া প্রতিবেদক

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। লিওনেল মেসির স্বপ্নও খেয়ে গেছে বড় এক ধাক্কা। এই পরাজয়ের ফলে আর্জেন্টিনা কার্যত নকআউট পরিস্থিতিতে পড়ে গেছে। হারলেই বিদায়। এমন সমীকরণে আজ মেক্সিকোর মুখোমুখি হয়েছে লিওনেল মেসির দল।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে গড়ায় ‘সি’ গ্রুপের ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বার বার চেষ্টা করেও মেক্সিকান দেয়াল ভাঙতে পারেনি মেসিরা। প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখেই দিয়েছে তারা।

আজকের ম্যাচে সৌদির বিপক্ষে লজ্জার হারের ম্যাচের একাদশ থেকে মেক্সিকোর বিপক্ষে একাদশে পাঁচ পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি। সৌদির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস আর আলেহান্দ্রো পাপু গোমেজরা। আজকের ম্যাচে তাদের জায়গা হয়নি।

তাদের পরিবর্তে দলে ঢুকেছেন গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন